করোনা সনদ ছাড়া যাত্রী পরিবহন
কোভিড ১৯ (করোনা) পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ইস্তাম্বুল থেকে
নগরীর কাট্টলীতে অগ্নিকান্ডে দগ্ধ আরো একজন মারা গেছেন। হাফেজ সাইফুল ইসলাম (১৯) গতকাল শনিবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে মা ও দুই ভাইসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।
গত ৮ নভেম্বর উত্তর কাট্টলীতে এক অগ্নিকান্ডে একই পরিবারের সাতজনসহ ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে গত ৯ নভেম্বর চমেক হাসপাতালে সাইফুলের মা পেয়ারা বেগমের (৬০) মৃত্যু হয়। ১১ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের ভাই মিজানুর রহমান মারা যান। দগ্ধ বিবি সুলতানা (৩৬), মাহের, রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮) ও মানহা (২) চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।