Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে জনতার হাতে নারী ছিনতাইকারী আটক

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ২:৫৭ পিএম

আজ রোববার সকালে গফরগাঁও উপজেলার পৌর শহরের মধ্যবাজার থেকে দিপালী বেগম (৩১) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে আটককৃত নারী ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। জানা যায়, গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী কল্পনা বেগম সকাল ১১ টায় দিকে অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখা থেকে ৬১ হাজার টাকা উত্তোলন করে। টাকা উত্তোলনে পর থেকেই কল্পনা বেগমের পিছু নেয় একদল নারী ছিনতাইকারী। ব্যাংক থেকে নেমে কল্পনা বেগম বাজারে সবজি ক্রয় করার সময় সুকৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয় নারী ছিনতাইকারীদল। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় জনতা নারী ছিনতাইকারীদের ধাওয়া করে দিপালী বেগমকে হাতেনাতে আটক করলেও অপর ছিনতাইকারীরা পালিযে যায়। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশের ধরিয়ে দেয়। আটক নারী ছিনতাইকারী বাড়ি পাশর্^বর্তী নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামে। তার স্বামী নাম আরিফ মিয়া। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারী আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ