বরিশাল মহানগর পুলিশ ৪টি টহলযান হস্তান্তর জনগনকে দ্রুততম সময়ে নির্ভেজাল সেবা দেয়ার তাগিদ
বরিশাল মহানগর পুলিশ-বিএমপি’র বিভিন্ন ইউনিটে ৪টি টহলযান হাস্তান্তর করেছেন কমিনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।এসব যানবাহনের
সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রেজাউল করিম রাজ্জাক এর বড় ছেলে ও মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম রবিনকে গ্রেফতার করে কারাগারে প্রেরন করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৩ সালে পরশুরাম থানা পুলিশ মাদক সহ সাইফুল ইসলাম রবিনকে গ্রেফতার করে। কয়েকমাস জেল খাটার পর জামিনে বের হন রবিন । পরবর্তীতে একই মামলায় তার ২ বছর সাজা হয় এবং ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। সোনাগাজী মডেল থানা পুলিশের টাউট বাটপারের তালিকায় ১নাম্বারে রয়েছে সাইফুল ইসলাম রবিনের নাম।
গত শনিবার রাতে তার বাড়ী থেকে গ্রেফতার করে রবিবার ফেনী কোর্টের মাধ্যমে জেলখানায় প্রেরন সোনাগাজী মডেল থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।