রাজধানীর কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা নদীর পাড়ে রাজধানীর কামরাঙ্গীরচরে বেরীবাধ এলাকায় বিআইডব্লিউটিএ’র উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রির দায়ে মাদারীপুরে তিন খুচরা ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার সকাল ১১টায় মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।
জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে ইটেরপুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শণ না করাসহ নির্দিষ্ট অভিযোগে তিনজন খুচরা কাচামাল ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা আর্থিক জরিমান করা হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের লোকজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আরো কয়েকটি বাজারে অভিযান চালানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।