Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭, ১৪ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

ইসরাইলের কারাগারে ধুঁকছে ফিলিস্তিনি শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইসরাইলের কারাগারে ধুঁকছে বহু ফিলিস্তিনি রয়েছে জানিয়ে ‘বিশ্ব শিশু দিবস’-এ প্রতিবেদন প্রকাশ করে প্যালেস্টাইন প্রিজনারস সোসাইটি- পিপিএস। ইসরাইলি বাহিনীর সহিংসতার শিকার বহু ফিলিস্তিনি। বাদ যাচ্ছে না শিশু ও কিশোররাও। চলতি বছরের অক্টোবর পর্যন্ত চার শতাধিক শিশুকে আটক করা হয়েছে। স্থানীয় এনজিওগুলো এমন পরিসংখ্যানের কথা বলছে। সংস্থাগুলো বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসেই তাদের আটক করা হয়। এদের বেশির ভাগই পূর্ব জেরুজালেমের। এখনো ১৭০ ফিলিস্তিনি শিশুকে আটক রয়েছে তেল আবিবের কারাগারে। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৭ হাজার ফিলিস্তিনি শিশুকে আটকের ঘটনা ঘটে। ‘বিনা কারণে অমানবিকভাবে শিশুদের আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করছে তেল আবিব। জেলে বন্দি রাখার কারণে শিক্ষা এবং বাবা-মার আদার থেকে বঞ্চিত হচ্ছে’। ফিলিস্তিনের তথ্য মতে, এ পর্যন্ত সাড়ে চার হাজার ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে আটক রয়েছেন, এদের মধ্যে ৩৯ জন নারী, ১৫৫ শিশু এবং ৭শ’ অসুস্থ রোগী। নিজদের ভূমি পুনরুদ্ধারসহ নানা দাবিতে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তাদের দমাতে সীমান্ত এলাকায় গুলি চালায় ইসরাইলি সেনারা। এতে নিহত এবং আহতের খবর পাওয়া যায়। ২০১৮ সালে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলে সেনাদের গুলিতে ২৫ ফিলিস্তিনি শিশু প্রাণ হারান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি-শিশু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ