Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতের সীমান্তে উড়ছে পাকিস্তানি ড্রোন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ৯:৫৯ এএম

পাক-ভারত সীমান্ত উত্তেজনার মধ্যেই গত শনিবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দুটি ড্রোন উড়তে দেখা গেছে। খবর জি নিউজের।
ভারতের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়, পাকিস্তান সম্ভবত ভারতের ওপর বড় ধরনের হামলা চালানোর ছক কষছে।
খবরে আরও বলা হয়, শনিবার সকালেও জম্মুর বিভিন্ন এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়েছে পাক বাহিনী। এই সংঘর্ষে পাকিস্তানের গোলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ানও। কাঠুয়া সেক্টরে জখম হয়েছেন আর এক জওয়ান। তবে ভারতও জবাব দিয়েছে বলে জানিয়েছে তারা।
প্রসঙ্গত, শীতের সময় কাশ্মীরে বরফ পড়ে রাস্তা-পথ সব বন্ধ হয় যায় এবং দুর্গম হয়ে উঠে। ফলে ভারতীয় সীমান্তরক্ষীরা মনে করছেন, এই সময় পাকিস্তান হয়তো তাদের লোক ঢুকিয়ে দেবেন। এ জন্য সতর্ক অবস্থায় রয়েছে ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থা। অবশ্য কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ৫ ভারতীয় জওয়ানসহ ১১ জন মারা গেছেন। খবর জি নিউজের।



 

Show all comments
  • Jack Ali ২৩ নভেম্বর, ২০২০, ১১:৫৯ এএম says : 0
    May Allah destroy all Indian Army... Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রোন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ