লক্ষ্মীপুরে রাস্তার পাশে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ

লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ
গোপালগঞ্জে দু’ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আজ সোমবার সকাল ৮দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের জলিল শেখের ছেলে। প্রথম আহত ৮ জনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদরে মধ্যে সংকট জনক অবস্থায় কালাই ফকির (৪৮), আয়ুব আলী (৬০) ও শহিদ শেখকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, রাগদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিলো। ইউপি নির্বাচনকে সামনে রেখে গত ৫/৭ দিন ধরে দু’ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তোজনা চরম আকার ধারণ করে। এ উত্তেজনাকে কেন্দ্র করে সোমবার সকাল ৮ টার দিকে দু’ পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে সকাল ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিততি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২১ জন আহত হয়। রাজৈর হাসপাতালে নেয়ার পথে কালাম শেখ মারা যায়। এ ঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।