নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে গতকাল ভোর রাতে জেলে জয়নাল সরদারের জালে ২৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইর মাছ ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাইপাস সংলগ্ন দুলাল মন্ডলের আড়ৎ থেকে নিলামে স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেয়। এসময় বিশাল আকৃতির বাঘাইর মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে দুলাল মন্ডলের আড়ৎ থেকে ২৯ কেজি ওজনের বাঘাইর মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা দরে মোট ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে কিনে নিয়েছি। পরে মাছটি ৩৫ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় মাছ পাওয়া যাবে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা বেড় জালে ধরা পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।