বছরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বড় জয়

গলে বড় জয় দিয়েই বছর শুরু করল ইংল্যান্ড ক্রিকেট দল। স্বাগতিক শ্রীলঙ্কার দেয়া ৭৪ রানের
নিউজিল্যান্ড সফর শুরুর আগের দিন পাকিস্তানের স্কোয়াড থেকে ছিটকে গেলেন ফখর জামান। করোনাভাইরাসের উপসর্গ থাকায় দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়নি বাঁহাতি এই ওপেনারকে। গতকালই অকল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাবর আজমের দল। সফরের আগে রুটিন করোনাভাইরাস পরীক্ষায় ফখরসহ দলের সবার ফল নেগেটিভ এসেছে শনিবার। তবে গতপরশু থেকে জ্বরে আক্রান্ত হন ফখর। খবর জানার পরই তাকে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়। আপাতত ফখরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের দলীয় চিকিৎসক। তবে নিউজিল্যান্ড সফর থেকে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তেও হয়ে গেছে দ্রুত। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানিয়েছে, দলের অন্যদের স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩টি টি-২০ ও ২ টেস্টের সিরিজের প্রথম টি-২০ ১৮ ডিসেম্বর, অকল্যান্ডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।