অবশেষে নিজ নিজ গন্তব্যে ফিরলেন সিলেটের ১১৫জন যুক্তরাজ্য প্রবাসী

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন যুক্তরাজ্য থেকে আগত ১১৫ জন প্রবাসী। তারা চলতি মাসের ৪,
কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়ায় আমিদুর কবীর রিপনের বাড়িতে এই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান।
আমিদুর কবীর রিপন বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
আমিদুর কবীর রিপন বলেন, “রোববার রাতে নিজ কক্ষে ঘুমাচ্ছিলাম। রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি বিকট শব্দ হয়। এই সময় ঘরের বাইরে এসে দেখি প্রচুর ধোঁয়া।”
পরে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাতবোমার আলামত উদ্ধার করেছে বলে তিনি জানান।
তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা বলার পরই প্রতিপক্ষের কেউ কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ এই হামলা চালাতে পারে বলে তার ধারণা।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, হাতবোমা বিস্ফোরণের সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। এর মধ্যে টেপ, টিনের কৌটার অংশ, জালের কাঠিসহ কিছু আলামত জব্দ করা হয়েছে।
এই ঘটনায় অনুসন্ধান চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।