সিলেটে জিয়াউর রহমানকে নিয়ে মিফতাহ্ সিদ্দিকীর ব্যতিক্রমী উদ্যোগ

সিলেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকীতে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট মহানগর
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ও জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জেলার ২০টি স্থানে ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ১৬২টি মামলায় ২৭ হাজার ১ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার দূপুরে শহরের কুসুমবাগ, আদালত এলাকায়, বেজবাড়ি মোড়, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালত জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে কিছু মাস্ক বিতরণ করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহবান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং অন্যান্য ব্যক্তিবর্গ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।