মাদ্রাসার উন্নয়নে সব সময় কাজ করে যাব- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার উন্নয়নে
বান্দরবান থেকে ঢাকায় নেয়ার পথে চট্টগ্রামে বিরল প্রজাতির ‘তক্ষক’সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর কর্ণফুলী থানা পুলিশ মো. মনিরুল হক (৬৫) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক সদৃশ প্রাণিসহ মো. মনিরুল হককে আটক করা হয়। মনিরুল হক জানিয়েছেন- তিনি বান্দরবানে একজনের কাছ থেকে টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে তক্ষক দিয়েছেন। প্রাণিটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। মনিরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।