Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৭ বৈশাখ ১৪২৮, ০৭ রমজান ১৪৪২ হিজরী

স্পেনের রাজা ফিলিপ কোয়ারেন্টিনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন যার পরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার প্রাসাদের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, গতকাল তিনি এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন যার আজ কোভিড ১৯ শনাক্ত হয়েছে। আগামী ১০ দিনের জন্যে ৫২ বছর বয়সী রাজা সকল সরকারি কাজকর্ম থেকে নিজেকে দুরে রাখবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, এখন থেকে তিনি স্বাস্থ্যবিধি মেনে প্রতিরোধমূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। রাণী লেতিজিয়া এবং এই দম্পতির দুকন্যা লিওনর ও সোফিয়া সম্ভবত তাদের স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাবেন। বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে স্পেনও রয়েছে। দেশটিতে ১৫ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত এবং ৪৩ হাজারেরও বেশি লোক এ পর্যন্ত মারা গেছে। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টিন


আরও
আরও পড়ুন