হন্ডুরাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী স্রোত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এধরনের অভিবাসীদের প্রতি কঠোর আচরণ করা হয়েছিল। নির্বাচনী
আফগানিস্তানে অস্ট্রেলিয়ার এলিট বাহিনী যুদ্ধপারাধ করেছে বলে খবর প্রকাশের পর গত তিন সপ্তাহে নয় অস্ট্রেলিয়ান সেনা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সোমবার ডেইলি মেইলের এক খবরে এ কথা বলা হয়। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী দেশের সুপ্রিম কোর্টের বিচারক পল ব্রেরেটনের কাছে তাদের বাহিনীর যুদ্ধপরাধ সংশ্লিষ্ট রিপোর্ট হস্তান্তর করে। সেখানে ২০০৫ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৯ জন বেসামরিক আফগান নিহত হওয়ার জন্য ১৯ সেনার বিরুদ্ধে তদন্ত চালানোর সুপারিশ করা হয়। রিপোর্টে বলা হয়, এসব হত্যা ছিলো এলিট স্পেশাল অপারেশনস টাস্ক গ্রুপের ইচ্ছাকৃত আচার। ডেইলি মেইল জানায়, গত তিন সপ্তাহে ২০ থেকে ৫০ বছর বয়সী আটজন পুরুষ ও একজন নারী সেনা আত্মহত্যা করেছে। এটা দেশটির সামরিক বাহিনীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এসব আত্মহত্যার সঙ্গে যুদ্ধপরাধ সংশ্লিষ্ট রিপোর্টের কোন সংযোগ আছে কিনা তা জানা যায়নি। তবে অনেকে মনে করেন যুদ্ধাপরাধের তদন্ত ও এ বিষয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশ তাদের আত্মহত্যার আংশিক কারণ হতে পারে। ওই রিপোর্ট প্রকাশের পর অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বে ব্যাপক নিন্দাবাদ শুরু হয়। স্পুটনিক, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।