গ্রেফতার হয়নি কাজের মেয়ে কিছুটা সুস্থ গৃহকত্রী
গৃহকত্রীকে নির্মম নির্যাতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানো গৃহকর্মী রেখা বারবার নিজের অবস্থান পাল্টাচ্ছে। ঘটনার পর মালিবাগেই অবস্থান করে সে। তারপর যায় ডেমরায়।
ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে জয়ী মোহাম্মদ হাবিব হাসান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের হাবিব হসানকে শপথ পাঠ করান।
সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। গত ৯ জুলাই সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। ১২ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের হাবিব বিজয়ী হয়। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির এস এম জাহাগির হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।