ট্রাম্প স্বপরিবারে হোয়াইট হাউস ছাড়ছেন বাইডেনের শপথের দিন সকালে

হোয়াইট হাউসে থাকতে যা যা করার তার সবটাই করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অবশেষে
দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে ৮ বছরের এক কন্যা শিশু মর্মান্তিক নিহত হয়েছে। নিহত শিশুর নাম পূজা চৌধুরী। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া গ্রামের মৃত তপন চৌধুরীর কন্যা। গতকাল শিশু পূজা চৌধুরীর মৃত্যু হয়।
সংসারে কেউ আয় রোজগারের লোক না থাকায় পূজা চৌধুরীর মা শীলা চৌধুরী পটিয়া একটি গার্মেন্টেস ফ্যাক্টরীতে চাকরি করে। গত সোমবার বিকাল ৫টায় শিশু পূজা চৌধুরী ২/৩ জন শিশু নিয়ে বাড়ির পাশে খেলতে ছিল। এসময় হাতে দিয়াশলাই জ্বালিয়ে দুষ্টামি করার একপর্যায়ে দিয়াশলাই এর আগুন পূজার জামায় লেগে যায়। এতে তার সমস্ত শরীরে আগুন ধরে গেলে পূজার চিৎকারে আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার পূজাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করার পর গতকাল মঙ্গলবার দুপুর ১১ টায় শিশু পূজার মৃত্যু হয়। এ ব্যাপারে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।