করোনা সনদ ছাড়া যাত্রী পরিবহন
কোভিড ১৯ (করোনা) পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ইস্তাম্বুল থেকে
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক কন্যাশিশুকে উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন জানান, গত সোমবার রাত সাড়ে ১১টায় রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের ২০ নম্বর পিলারের গোড়ায় কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটি পড়েছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুটির কোনো অভিভাবককে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ মনে হয়েছে। শিশুটির দেখভাল করছেন ঢাকা রেলওয়ে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের নারী কনেস্টেবল সুমাইয়া আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।