কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ

কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পড়ায় চার ব্যক্তিকে জরিমানা ও মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন যাবত প্রচারনা চলে। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে হাটুভাঙ্গা বাজারে চলে ভ্রাম্যমান আদালতের অভিযান। এসময় মাস্ক না পড়ায় চার ব্যক্তিকে ২০০ টাকা করে ৮০০ টাকা জরিমানা এবং কয়েকজনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
করোনা মোকাবেলায় এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্যাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।