রূপগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আগুন লেগে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে
লক্ষ্মীপুরে মাস্ক না পারার দায়ে ৩০ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এসময় ৩ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পৌর শহরের উত্তর তেমুহনী ও বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি। দ্বিতীয় ধাপেে করোনাভাইরাস মোকাবেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলে অভ্যস্ত করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ৩০ জনকে ৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।