রাজধানীর কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা নদীর পাড়ে রাজধানীর কামরাঙ্গীরচরে বেরীবাধ এলাকায় বিআইডব্লিউটিএ’র উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে বুধবার বিকালে মাক্স পরিধান বিহীন ১৮ জনকে মাস্ক না পরার দায়ে ২৯ শত ৭০ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজারে আগত মাস্ক বিহীন ১৮জনকে সংক্রামক রোগ (প্রতিকার নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) ধারায় ২৯ শত ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, বালিয়াকান্দি বাজারে উপস্থিত মাস্ক বিহীন ১৮ জনকে ২৯শত ৭০ টাকা জরিমানা আদায় করাসহ কোভিড-১৯ বিষয়ে ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতন করাসহ বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।