Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাড়ে ৪ মাসে ২২ বার টেস্ট!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে এমনিতেই তুমুল ব্যস্ততা সৌরভ গাঙ্গুলির। এছাড়াও সেলিব্রেটি হিসেবে বিভিন্ন টেলিভশন অনুষ্ঠানেও যেতে হয়। হরহামেশা ঘুরতে হয় দেশ-বিদেশ। সব মিলিয়ে তাই সাবেক এই ভারতীয় অধিনায়ককে ২২ বার করোনাভাইরাস পরীক্ষা দিতে হয়েছে। অবশ্য একবারও তার ফল পজিটিভ আসেনি।
লম্বা আইপিএল শেষ করে ভারতীয় দল এখন আছে অস্ট্রেলিয়া সফরে। সংযুক্ত আরব আমিরাতের তিন শহরে আইপিএল হওয়ায় সৌরভকে ওই সময়টায় থাকতে হয়েছে ভীষণ ব্যস্ত। ব্যস্ততার জন্যই তাকে পোহাতে হয়েছে করোনা পরীক্ষার হ্যাপা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সে তথ্যই দিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় কর্তা, ‘গত সাড়ে চার মাসে ২২ বার কোভিড-১৯ পরীক্ষা করাতে হয়েছে, একবারও পজিটিভ আসেনি। চারপাশে অনেক আক্রান্তের খবর পাই সেকারণে নানান সময়ে বাধ্য হয়ে করোনা পরীক্ষা করা হয়। আমার বাড়িতে বয়স্ক মানুষ আছেন। আমাকে দুবাই যেতে হয়েছে তখন খুব উদ্বেগে ছিলাম। শুধু নিজের জন্য না, বাকি সবার জন্য।’
সফলভাবে আইপিএলের ১৩তম আসর শেষ করে বিসিসিআই। জৈব সুরক্ষা বলয়ের কারণে একজনেরও আক্রান্তের খবর পাওয়া যায়নি ওই টুর্নামেন্টে। ‘প্রিন্স অব ক্যালকাটা’ জানালেন সুরক্ষা বলয় নিশ্চিত করতে কতটা বিশদ কাজ করতে হয়েছে তাদের, ‘চারশো লোককে আমাদের জৈব সুরক্ষা বলয়ে রাখতে হয়েছে। ৩০-৪০ হাজার পরীক্ষা করাতে হয়েছে আইপিএলের ওই আড়াইমাসে। সুরক্ষা নিশ্চিত করতেই এটা করেছি আমরা।’
অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় দলকে নিয়ে চিন্তামুক্ত আছেন বিসিসিআই সভাপতি। করোনা মোকাবেলায় সফল একটি দেশে সিরিজ হওয়ায় অন্য কিছুর বদলে কেবল খেলা নিয়েই ভাবার সুযোগ পাবেন বিরাট কোহলিরা, ‘খেলোয়াড়রা সবাই সুস্থ আছে, ফিট আছে। অস্ট্রেলিয়ায় এখনো করোনার অতো প্রকোপ নেই। সীমান্তে সীমাবদ্ধতা আছে। আন্তর্জাতিক ভ্রমণে সীমাবদ্ধতা আছে। এছাড়া ১৪ দিনের কোয়ারেন্টিনের ব্যাপার আছে। কাজেই মাঠের খেলার দিকেই কেবল মন দিতে পারি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২২-বার-টেস্ট

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ