Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ০৭ মাঘ ১৪২৭, ০৭ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

শহীদ খায়রুল জাহানের ৪৯ তম শাহাদাতবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

কিশোরগঞ্জের শহীদ খায়রুল জাহান তালুকদার বীর প্রতীকের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মস‚চি নেয়া হয়েছে বলে জানা গেছে।

শহীদ খায়রুল স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক একে নাছিম খান জানান, ২৬ নভেম্বর শহীদ খায়রুল জাহানের স্মরণে শোলাকিয়া জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধা ৬টায় শোলাকিয়া নীলগঞ্জ মোড়ে সভাপতির বাস ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।


জানা যায়, একাত্তরের ২৬ নভেম্বর জেলা সদরের প্যারাভাঙাগা এলাকায় সম্মুখ যুদ্ধে গুলির আঘাতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা খায়রুল জাহান। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহাদাতবার্ষিকী-আজ
আরও পড়ুন