মাদ্রাসার উন্নয়নে সব সময় কাজ করে যাব- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার উন্নয়নে
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মেজবাহ উদ্দিন ভোলার চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে মতবিনিময় সভা করেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত উপজেলা ডাকবাংলো, বিভিন্ন সড়ক উন্নয়ন, উত্তর আইচা বাজার উন্নয়ন, হাজী বজলুর রহমান হাফিজিয়া এতিমখানা ও হেফজ মাদরাসা, উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় তিনি কাজের মান বজায় রেখে সিডিউল মোতাবেক করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আ. রশিদ, ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিনিয়র প্রকৌশলী মাজহারুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. মোশারফ হোসেন, সিনিয়র প্রকৌশলী লুৎফর রহমান, উত্তর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির রাজন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।