রূপগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আগুন লেগে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্যরা কর্ম বিরতি পালন করছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে অনিদিষ্টকালের জন্য এ কর্ম বিরতীতে যান স্বাস্থ্য সহকারীরা।
জানা গেছে, নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে উলিপুর উপজেলা হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক মুরাদ হোসেনের নেতৃত্বে ৫০ জন স্বাস্থ্য সহকারী, ১৫জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৪জন স্বাস্থ্য পরিদর্শক এ কর্মসূচী পালন করেন। তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরশন না করা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র জানান, আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।