Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা আক্রান্ত সালাউদ্দিন

ফের পজিটিভ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ৮:৩১ পিএম

এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চারবারের সভাপতি ও লাল-সবুজ ফুটবলের জীবন্ত কিংবদন্তী কাজী মো. সালাউদ্দিন। বিপদ আঁচ করতে পেরে ২৫ নভেম্বর করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। ওই দিন বিকেলেও নিজ কর্মস্থল বাফুফে ভবনে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সালাউদ্দিন। তবে রাতেই তার করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে নিজের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘বড় ধরনের তেমন কোন সমস্যা নেই সভাপতির। যদিও ছোট-খাট কিছু উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ মেনে নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন বাফুফে সভাপতি এবং চিকিৎসা নিচ্ছেন।’

এদিকে এক, দুই বা তিনবার নয়, টানা চতুর্থবারের মতো করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে। আগের দিন করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। বৃহস্পতিবার সকালে পরীক্ষার ফল হাতে পেয়ে জেনেছেন চতুর্থবার করোনা পজিটিভ তার। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারে থাকা শিষ্যদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছেন জেমি। তাই বার বার করোনা পরীক্ষা করাচ্ছেন। কিন্তু নেগেটিভ ফল আসছে না। জেমি ডে বলেন, ‘চারবার পরীক্ষা করিয়েছি। কিন্তু ফল একই (পজিটিভ)। আগামী রোববার ফের পরীক্ষা করাবো। যদি নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে কাতারে যাবো। নইলে আর সম্ভব নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ