আবদুল কাদের মির্জার ভাগ্য পরীক্ষার দিন

নোয়াখালীর বহুল আলোচিত বসুরহাট পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলছে। সকাল থেকে বিপূল সংখ্যক ভোটারের উপস্থিতি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় লালমনিহাট বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মনজিলা বেগম (৩২) ও তার ৬ বছরের ছেলে সাজেদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অটোরিকশা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম মারা যান। পরে মঞ্জিলা বেগমের ছয় বছরের ছেলেসহ আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাজেদুল ইসলামকে মৃত ঘোষণা করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, বাসের ধাক্কায় মা ছেলে নিহত হয়েছে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।