করোনা সনদ ছাড়া যাত্রী পরিবহন
কোভিড ১৯ (করোনা) পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ইস্তাম্বুল থেকে
রাজধানীর ধানমন্ডি ও জেলার সাভারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল র্যাব-৪ এর পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের মো. নাহিদা মিনা (২৭), ঝালকাঠির মো. সালাম হাওলাদার (২৫) ও গাজীপুরের মো. তুষার আহমেদ (১৭)। র্যাব জানায়, গত ৩১ অক্টোবর আটককৃত আনসার আল ইসলামের দুই সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতারকৃতরা। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।