পিরিয়ড চলাকালীন পবিত্র কুরআন মাজিদ ধরে তেলওয়াত করা যায় না বলে জানি। সেক্ষেত্রে মোবাইল ফোনে কুরআনের এপস্ থেকে দেখে দেখে পবিত্র কুরআন মাজিদ তেলওয়াত করা যাবে কি ?
উত্তর : পিরিয়ড চলাকালে নারীদের জন্য কোরআন পড়া নিষেধ। কোরআন শরীফ হাতে নিয়ে হোক বা মুখস্ত হোক। কোরআনের পরিপূর্ণ আয়াত এবং সূরা পড়া যায় না।