করোনা সনদ ছাড়া যাত্রী পরিবহন
কোভিড ১৯ (করোনা) পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে ইস্তাম্বুল থেকে
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর শান্তিনগরে তাওহিদী জনতা ও মাদরাসা ছাত্রদের স্বত:স্ফূর্ত মিছিলে পুলিশের হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবি করেছে খেলাফত মজলিস। গতকাল এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার ও দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
এসব ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে তাওহিদী ছাত্র-জনতার একটি স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণ মিছিল শান্তিনগরে পৌঁছার পর পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে বহু মাদরাসা ছাত্রকে আহত ও আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের এহেন ন্যাক্কারজনক কর্মকান্ড কোনভাবেই গ্রহনযোগ্য নয়। হামলা, মামলা, গ্রেফতার করে তাওহিদী জনতার চেতনাকে দাবিয়ে রাখা যাবে না। বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত তাওহিদী জনতা ও মাদরাসা ছাত্রদের নি:শর্ত মুক্তি দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।