রামেক হাসপাতাল নবজাতক চুরি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩নং ওয়ার্ড থেকে গতকাল শুক্রবার সকালে তিনদিন বয়সি নবজাতক চুরির ঘটনা ঘটেছে। তার বাবার নাম গোপাল রনি দাস রবি। মাতার নাম
২০২০ এর অনলাইনে আবেদনকৃত এনডিডি ও নন-এনডিডি প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি, এমপিও ও জাতীয়করণের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান সড়কের পাশে জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে সংগঠনের সভাপতি ও আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারন সম্পাদক মওদুুদ আহম্মেদ, সহ-সাধারন সম্পাদকসহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁসহ সারাদেশের এনডিডি ও নন-এনডিডি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের জন্য যাচাই বাছাইকৃত বিদ্যালয়ের তালিকা প্রকাশ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তির আওতায় আনা, সকল বিদ্যালয়ে প্রতিবন্ধী এর কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে বই বিতরন, শিক্ষা উপকরণ ও আধুনিক থেরাপি সরঞ্জামাদি সরবরাহ, খাদ্যবান্ধব কর্মসূচি চালু, শিক্ষার মান উন্নয়নে দেশে ও বিদেশে শিক্ষক কর্মচারীদের প্রশিক্ষন ব্যবস্থার চালুর দাবি জানানো হয়। তারা আরো বলেন, সারাদেশের এনডিডি ও নন-এনডিডি প্রতিবন্ধী বিদ্যালয়ের এই সমস্যাগুলো সমাধান হলে দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুরা ও সমাজের অবহেলিত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা শিক্ষার সুষ্ঠ পরিবেশের সুয়োগ পাবে। তাই প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন বক্তরা। পরে এসব সমস্যার সমাধান চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।