Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকে তেল শোধনাগারে আইএসের রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ১:১২ পিএম

ইরাকের উত্তরাঞ্চলীয় সিনিয়ার একটি তেল শোধনাগারে রকেট হামলা চালিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। আজ সোমবার (৩০ নভেম্বর) সকালে ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, হামলার জের কাটিয়ে ফের তেল শোধনাগারটিতে উৎপাদন শুরু হয়েছে। ওই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। খবর ডয়চে ভেলে।

এর আগে, রোববার (২৯ নভেম্বর) সিনিয়ার তেল শোধানাগারে পর পর দুইটি রকেট হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে চারিদিক। দ্রুত কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। ভবিষ্যতেও এমন ঘটনা আরও ঘটবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, দুইটি কাটিউশা রকেট ছোড়া হয়েছিল তেল শোধানাগারে।
তবে, ইরাকের সরকারি সূত্র জানিয়েছে, সিনিয়া খুব বড় তৈল শোধনাগার নয়। সেখান থেকে সামান্য দূরে অবস্থিত বাইজি শোধনাগার। কোনো ভাবে যদি রকেট সেখানে গিয়ে আঘাত করত, তা হলে বড়সড় ক্ষতির সম্ভাবনা ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : ডয়চে ভেলে



 

Show all comments
  • habib ৩০ নভেম্বর, ২০২০, ৩:০৪ পিএম says : 0
    Iraqe thakar jonno America egulo korache isis diye... hyre muslim r kobe toder hus hobe.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ