কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান ভাঙা হলো ৫ তলা বাড়ি

ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পাঁচতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ওই
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ নানশ্রী কদমতলী গ্রমে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ২০টি বাড়ি, ধান, চাল, আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণরূপে ভস্মিভ‚ত হয়।
জানা যায়, অগ্নিকান্ডের খবর পেয়ে রাত ১২টার দিকে করিমগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল প্রয় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জয়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ জানান, অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দশটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।