ফের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

ফের দেশের দ্রুততম মানব হয়েছেন মো. ইসমাইল হোসেন এবং দ্রুততম মানবীর খেতাব জিতেছেন শিরিন আক্তার।
বোলারদের কল্যাণে পাওয়া সহজ লক্ষ্যটা ইংল্যান্ডের হাত ফসকে বেরিয়ে যেতে বসেছিল। তবে চাপের মাঝে ব্যাট হাতে জ্বলে উঠলেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান ডেভিড মালান। অধিনায়ক এউইন মরগ্যানের কাছ থেকেও এলো অপরাজিত গুরুত্বপ‚র্ণ ইনিংস। ফলে এক ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় নিশ্চিত করল ইংলিশরা। গতপরশু রাতে পার্লে দুদলের টানটান উত্তেজনাপ‚র্ণ দ্বিতীয় টি-টোয়েন্টির ফয়সালা হয়েছে শেষ ওভারে। মাত্র ১ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান তুলেছিল। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তুলে শেষ হাসি হাসে মরগ্যানের দল। কাগিসো রাবাদার শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল মোটে ৩ রান। প্রথম বল ডট দিয়ে পরের বলে বোল্ড হয়ে যান স্যাম কারান। তৃতীয় বলে ডাবল নিয়ে দুদলের স্কোর সমান করে ফেলেন আটে নামা ক্রিস জর্ডান। চতুর্থ বল ফের ডট। তাতে তৈরি হয় সুপার ওভারের সম্ভাবনা। তবে পঞ্চম বল স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিয়ে দলকে উল্লাসে মাতান জর্ডান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।