উচ্ছেদ উচ্ছেদ খেলা

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা। দখল আর দূষণে এক সময়ের প্রাণোচ্ছ্বল বুড়িগঙ্গা নদী এখন মৃত-প্রায়। দুইকূল ঘেঁষে
ঘুষ, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এজলাসে না তুলেই ফিরিয়ে নেওয়া হয়েছে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে।
গতকাল সোমবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপকে হাজির করার দিন ধার্য ছিল। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, ওসি প্রদীপকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু দুদকের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালত এলাকায় আনা হলেও এজলাসে তোলা হয়নি।
প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে চুমকি পলাতক রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।