Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একজনের মৃত্যুদন্ড

বিশ্বনাথে নৈশপ্রহরীকে খুন

বিশ্বনাথ(সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভ‚ঁইয়ার আদালতে এ রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন (৩০) উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। অব্যাহতি দেয়া হয় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলীকে। মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আব্দুল মতিন খানকে কুপিয়েয় হত্যা করে দন্ডপ্রাপ্ত মোফাজ্জল। ৫ হাজার টাকা লুুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মেয়ে সেলিনা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৈশপ্রহরীকে-খুন

২ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ