রূপগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আগুন লেগে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার দুপুরে জেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর প্রাঙ্গণে এই কর্মসুচী পালন করা হয়। এতে আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তি।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।