ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
.jpg)
গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার পদত্যাগ করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ‘আগামী বছরের শুরুর’ দিতে ব্রাসেলসে একটি সম্মেলনে অংশ নিতে ন্যাটো যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে। সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সোমবার একথা জানিয়েছেন। -আনাদোলু, ব্লুমবার্গ, ইয়ন
কার্য পর্যায়ের আলোচনার প্রাক্কালে তিনি বলেন, এ সম্মেলনের ‘সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে সেখানে ন্যাটো সম্মেলন হবে এবং আমরা গগভীরভাবে আশাবাদী অবশ্যই ন্যাটোর সকল নেতা এতে অংশগ্রহণ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।