শেরপুরে অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রিয় ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা

কৃষকের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা। কিন্তু নানা কারণে এ খেলাটি দিন
পুঠিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মচারীগণ বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি পালন করছেন। বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যন্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের বাস্তবায়নে এ কর্ম বিরতি পালন করছে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পুঠিয়া উপজেলা শাখা। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” গত ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণায় এবং স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি- স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২, এবং স্বাস্থ্য সহকারীদের-১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশেধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে এ কর্ম বিরতি চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত। কর্ম বিরতিতে অংশ গ্রহনকারী কর্মচারীগণ হাজিরা খাতায় স্বাক্ষর করে অফিস চলাকারীন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে কর্ম বিরতি পালন করছেন। কর্ম বিরতিতে অংশ গ্রহনকারী কর্মচারীগণ জানান, দাবি আদায়ের লক্ষে আমরা কর্ম বিরতি পালন করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।