ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত, আহত ২

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সোহেল খলিফা (৩৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী
পুঠিয়া আড়ানি সড়কে ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে জিন আলী (২২) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত হয়েছে। নিহত জিম আলী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িয়া গ্রামের হোসেন আলীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে আটার সময় আড়ানির ফুলতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যাক্ষাদর্শী সূত্রে জানাগেছে, নাটোর বনপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেশ কিছু কর্মচারী পাওয়ার টিলার যোগে বাঘা উপজেলার বাউসা এলাকায় পল্লীবিদ্যুতের লাইনে কাজ করার জন্য যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে আড়ানীর ফুলতলা নামক স্থানে পৌছানো মাত্রই বিপরীতমুখী একটি দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় ট্রাকের ধাক্কায় পাওয়ার টিলারে থাকা জিম আলী সড়কে পড়ে গুরুতর জখম হয়। সেসময় পাওয়ার টিলারে থাকা অন্যান্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মারা যায়। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। যে যেহেতু দুর্ঘটনাটি চারঘাট থানায় সে কারণে চারঘাট থানা পুলিশ ব্যবস্থা নিবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।