নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন- নোয়াব সভাপতি

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন আলোচনাধীন বলে জানিয়েছেন, নোয়াব সভাপতি এ কে আজাদ। পদ্মা সেতুর
কুষ্টিয়া শহর ত্রিমোহনী বাইপাসে সড়ক দুর্ঘটনায় মেজবার মন্ডল (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাতে ত্রিমোহনী বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেজবার মন্ডল (৬০) কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া বিটিসিতে ডিউটি শেষ করে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ত্রিমোহনী বাইপাস সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যান তিনি। এতে মেজবার মন্ডল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।