পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। এতে যাত্রী ও যানবাহন নিয়ে ছয়টি
দিনাজপুরের হিলিতে পাথর বোঝাই ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেন এলাকাবাসী।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান , মঙ্গলবার রাত ১১ টার দিকে হাকিমপুর পৌরসভাধীন থানা মোড় সংলগ্ন মোছাঃ বিলকিছ ট্রাক পার্কিংয়ের ভিতরে রাখা ( ঢাকা মেট্রো - ট- ২২৩৬৭৮ ) পাথর বোঝাই ট্রাক চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাতনী চারমাথা মোড়ে স্থানীয় লোকজন টের পেয়ে ছিনতাইকারি সুজন হোসেন (৩২) কে আটক করে। পরে এলাকাবাসী হাকিমপুর থানার ওসিকে বিষয়টি জানালে ছাতনী চারমাথা থেকে ট্রাকসহ ছিনতাইকারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত সুজন হোসেন পাবনা জেলার ইশ্বরদী থানার আটঘরিয়া গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।