Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফরিদপুরে রেলের শত কোটি টাকার সম্পদ প্রভাবশালীদের দখলে

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে দীর্ঘবছর ধরে রেলওয়ের শত কোটি টাকার সম্পদ প্রভাবশালী একটি মহলের দখলে। কর্তৃপক্ষের উদ্ধারের কোনো পদক্ষেপ নেই। দীর্ঘ ২০ বছর ফরিদপুরের সাথে রাজবাড়ী-রাজশাহীসহ বিভিন্ন জেলার রেল যোগাযোগ বন্ধ ছিল। দুই বছর পূর্বে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের চেষ্টায় প্রায় ৪ শত কোটি টাকা ব্যায়ে ফরিদপুর ও মধুখালীসহ রেলওয়ের যোগাযোগ পুনঃস্থাপন করেন। কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি ফরিদপুরের রেলওয়ের শত কোটি টাকার সম্পত্তিসহ কর্মকর্তা ও কর্মচারীদের কোয়াটারগুলো। এসকল সম্পত্তি ও কোয়াটারগুলো সরকার দলীয় কয়েক নেতার নাম ব্যবহার করে দখল করে রেখেছে ওই প্রভাবশালী মহলটি। একাধিক দলকারীরা জানান, পাকশি, রাজবাড়ী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে লীজ প্রদান করেছেন। প্রভাবশালীরা রেলওয়ের জায়গা দখল করে মার্কেট, কলেজ ও গোডাউন তৈরী করে ব্যবসা করছেন। এ বিষয়ে ফরিদপুর রেলওয়ের কর্মরত কর্মকর্তারা জানান, যদি প্রভাবশালী ব্যক্তিদের মন্ত্রণালয় লীজ দিয়ে থাকে সেক্ষেত্রে ওই এলাকায় পুনরায় রেল যোগাযোগ চালু হলে ওই লীজ তৎক্ষণিকভাবে বালিত হয়ে গেছে। এখন আর তাদের লীজে দখলে আছে এ কথাটিই অবৈধ। আমার জানা মতে, বর্তমানে কারো লীজ নেই। দখলকারীরা ক্ষমতা অপব্যবহার করে জোড়পূর্বক দখলে আছে। তারা আরো জানান, ফরিদপুরে আমরা কর্মকর্তা-কর্মচারী বসবাস করছি। আমাদের পক্ষে শত কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব নয়। সম্পদ রক্ষা করার দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তাদের ও মন্ত্রণালয়ের। আমরা শুধু পাহাড়া দেয়ার মালিক। ফরিদপুরসহ বিভিন্ন জেলায় রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ প্রভাবশালীদের দখলে। স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়, এমপি, মন্ত্রী মহোদয়রা সকলেই জানেন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা নিজেরাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। রাত ৮টার পরই এই স্টেশন এলাকায় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় মাদকসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকা- শুরু হয়। আমরা প্রতিবাদ করার সাহস পাই না। উক্ত ব্যক্তিরা ওই প্রভাবশালী ব্যক্তিদের লোকজন। সরেজমিনে ঘুরে দেখা যায়, ফরিদপুরের ধুলদি রেলগেট হতে ফরিদপুরের বায়তুল আমান পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তার দুই পাশের জমি প্রভাশালীদের দখলে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুরে রেলের শত কোটি টাকার সম্পদ প্রভাবশালীদের দখলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ