কক্সবাজারে ২৪ জানুয়ারী পরীক্ষায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি

২৪ জানুয়ারি রবিবার কক্সবাজার জেলায় ৩৭৮ জনের করোনা টেষ্টের মধ্যে সবাই নেগেটিভ পাওয়াগেছে। কক্সবাজার মেডিকেল কলেজ
খুলনা ব্যুরো : খুলনার খানজাহান আলী সেতু (রূপসা ব্রিজ) এলাকা থেকে ২ হাজার ৮০০ কেজি কেমিক্যাল পুশকৃত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এক অভিযান পরিচালনা করে জব্দকৃত চিংড়ি নষ্ট করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা লে. বিএন এম ফরিদুজ্জামান খান জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় রূপসা ব্রিজ এলাকা থেকে বিষ ও কেমিক্যালযুক্ত চিংড়ি জব্দ করা হয়, যা মানুষের শরীরের জন্য বিপজ্জনক। জব্দকৃত চিংড়ি খুলনা ফিশারি অফিসার ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ২ হাজার ৮শ’ কেজি চিংড়ির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।