Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী হ্যান্ডবলের ফাইনালে লড়বে আনসার-পুলিশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৮:২২ পিএম

ওয়ালটন ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে লড়বে বাংলাদেশ আনসার ও পুলিশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল বুধবার অনুষ্ঠিত হয়। এদিন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৮-১৩ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-৮ গোলে এগিয়ে ছিল। এর আগে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে আনসার ৪০-১৭ গোলে নওগাঁ ক্রীড়া সংস্থা দলকে হারিয়ে ফাইনালে ওঠে।

বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর স্পোর্টস একাডেমি ও নওগাঁ। ম্যাচটি শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল সাড়ে ১১ টায় শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ