Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাগলনাইয়ায় চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৮:৪৬ এএম

ছাগলনাইয়ায় চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম ও উত্তর পাশে জয়চাঁদপুর গ্রামের ২নং ওয়ার্ডের প্রায় ১শ’ বছর ধরে ৬৫ পরিবারের ৩শতাধিক মানুষের বসবাস। এলাকাবাসী মূল সড়কে উঠার জন্য চলাচলের ক্ষেত্রে শুভপুর ইউনিয়ন ভূমি অফিসের কিছু জায়গার উপর দিয়ে গড়ে উঠা সড়ক দিয়ে যেতে হয়। সম্প্রীতি উপজেলা ভূমি অফিস সরকারী সম্পত্তির বে-দখল ও নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মান করার উদ্যোগ নেন। সীমানা প্রাচীর ও তার কাটার বেড়া নির্মান হলে এলাকাবাসীর চলাচলের রাস্তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। চলাচলের বিকল্প রাস্তা না থাকায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দেয়। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিকট তাদের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখার জন্য লিখিত আবেদন করেছেন। রাজিয়া সুলতানা (২১), কাজী জাহানারা বেগম (৬৫), ইমাম হোসাইন (৩০), আবুল বশর (৭৩), জেসমিন আক্তার (৩৮), আবুল কাসেম (৯০), লিলি আক্তার (৫৪) ও জাবেদ হোসেন আরাফাত (৩৫)সহ এলাকার দেড় শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে শত বছরের পুরনো তাদের চলাচলের একমাত্র রাস্তাটি উন্মুক্ত রাখার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১শ বছর ধরে আমরা এ রাস্তাদিয়ে চলাচল করে আসছি। এখন সরকার আমাদের চলার পথ বন্ধ করে দিলে আমরা কোথায় যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ