Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিলেটের বিশ্বনাথ দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোকদ্দমা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৬:৩৪ পিএম

সিলেট বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের হয়েছে। গত ৩০ নভেম্বর নির্বাচনী ট্রইব্যুনাল ও সিনিয়র সহকারী জজ আদালত, সদর সিলেটে এ মোকাদ্দমা দায়ের করেন চেয়ারম্যান প্রার্থী মো. সামছু মিয়া (লয়লুছ)। নির্বাচনী মোককদ্দমা নং-১/২০ ইং। মোকাদ্দমার আর্জিতে তিনি দশটি মেন্দ্রের মধ্যে বেআইনী বিধির্ভূত ও পক্ষপাতমূলক নির্বাচন হওয়ায় ৪টি ভোট কেন্দ্রের ভোট পুন:গণনা এবং ২টি কেন্দ্রের ভোট বাতিল ঘোষণার দাবী জানান। মো. সমছু মিয়া লয়লুছের আইনজীবি এডবোকেট আবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, সদস্য নির্বাচনে ভোট পুন:গণনা অথবা ভো কোন্দ্রের ভোট বাতিলের দাবী জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আরো ৪ সদ্য প্রার্থী পৃথক মোকদ্দমা দায়ের করেছেন। তারা হলেন ২ নং ওয়ার্ডেও সদস্য পদপ্রার্থী জাকির হোসেন, ৩নং ওয়ার্ডেও সদস্য পদপ্রার্থী মো. নুরুল হক, ও মো: খালিছ মিয়া এবং ৯ নং ওয়ার্ডেও সদস্য পদপ্রার্থী মো’ আবুল কাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ