Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ০৫ মাঘ ১৪২৭, ০৫ জামাদিউস সানী ১৪৪২ হিজরী

বসুন্ধরা কিংস-বিএফএসএফ একাডেমি কাপ শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৮:০৪ পিএম

বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় মাঠে গড়িয়েছে বসুন্ধরা কিংস-বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ টুর্নামেন্ট। প্রায় দুইশ’ ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুরে পল্টন ময়দানে শুরু হয় এ আসর। এটা আয়োজকদের দ্বিতীয় আয়োজন। উদ্বোধনী দিন প্রথম ম্যাচে নবাবগঞ্জ ফুটবল একাডেমি ২-২ গোলে ড্র করে পীরগঞ্জ ফুটবল একাডেমির বিপক্ষে। একই মাঠে দ্বিতীয় ম্যাচে জালালী ফুটবল একাডেমি ও হরিয়ান ফুটবল একাডেমির খেলাটি গোলশূণ্য অমিমাংসিতভাবে শেষ হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, এমপি। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, হাজী টিপু সুলতান ও মহিদুর রহমান মিরাজ, বিএফএসএফের সভাপতি কাজী শহীদুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান খান উপস্থিত ছিলেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন