মাগুরার মহম্মদপুরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

মাগুরার মহম্মদপুরে মুখে গামছা বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামুন মোল্যা (২০) নামে এক
রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন জানান, তারা ওই ছাত্রবাসে গোপন বৈঠক করছিল। আটক সাতজনের মধ্যে রাজশাহী কলেজ শিবিরের সভাপতি রায়হান আলীও আছেন। বাকি ছয়জন শিবির কর্মী। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী। আটক রায়হান আলীর বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন। শিবির নেতা রায়হান রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি জানান, আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।