Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ৭:২৯ পিএম

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতার খেলা। শুক্রবার বিকেলে রাজশাহীর অ্যাডভোকেট আবদুস সালাম টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই ১১ দিন ব্যাপী এ আসরের প্রথম পর্ব রাজশাহী ভেন্যুতে শুরু হল। এই পর্বে অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কাল চারটি ক্যাটাগোরিতে ৯২ জন ক্ষুদে টেনিস খেলোয়াড় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ