Inqilab Logo

ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ০৩ মাঘ ১৪২৭, ০২ জামাদিউস সানী ১৪৪২ হিজরী
শিরোনাম

স্ত্রী-ছেলেসহ করোনায় আক্রান্ত কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনায় আক্রান্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম। একইদিন করোনা পজিটিভ এসেছে ডা. সেলিমের স্ত্রী ডা. মাকসুদা সুলতানা সৌরভী ও ছেলে মো. মাহিরের। বর্তমানে তারা আইসোলেশনে রয়েছেন।

গতকাল শুক্রবার সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার ডা. সেলিম, ডা. মাকসুদা ও মাহিরের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। বিকালে নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহ আলম বলেন, করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম ও উনার ছেলে মাহির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে ও ডা. মাকসুদা সুলতানা দাগনভ‚ঞা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। উনাদের মধ্যে ডা. মাকসুদা সুলতানার সর্দিজ্বর থাকলেও বর্তমানের সবার শারীরিক অবস্থা ভালো রয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনায়-আক্রান্ত


আরও
আরও পড়ুন